সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অর্থনৈতিক মন্দা ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার জরুরি

-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে। আর এই বৈশ্বিক মন্দা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ) আয়োজিত লিডারশিপ সামিট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহামারি পরবর্তী বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের রোডম্যাপ প্রণয়নের লক্ষ্য সামনে রেখে এই সামিট আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বক্তব্য রাখেন এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সিএসিসিআই সভাপতি সামির মোদি, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আহমেদ আল হামুদি, আইওআরএ’র মহাসচিব সালমান আল ফারিসি ও আইওআরবিএফ’র সভাপতি শেখ ফজলে ফাহিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির পাশাপাশি অপ্রত্যাশিত স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মহামারি ও যুদ্ধের কারণে বেশির ভাগ অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতির সংকোচন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এ সময় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় আইএমএফের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, আসন্ন এই বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

সর্বশেষ খবর