রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পোহালে শর্বরী শিল্পকলায়

সাংস্কৃতিক প্রতিবেদক

পোহালে শর্বরী শিল্পকলায়

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাটকের দল থিয়েটার প্রযোজিত নাটক পোহালে শর্বরী। এটি দলের ৪৭তম প্রযোজনার নাটক। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। দেড়-দুই হাজার বছরের আশপাশে এক কালখন্ডে রাজবংশের উত্তরাধিকারের সংকটে নারীকে তার কামনা-বাসনার কোনো মূল্য না দিয়ে নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করার এক কাহিনি উপস্থাপন করা হয়েছে এ নাটকে। তার পাশাপাশি রয়েছে ধর্মের অনুশাসন ও রাজনীতির কূটকৌশল- যার শিকার হয়েছে পুরুষও। সুরেন্দ্র বর্মা রচিত হিন্দি ভাষার এই নাটকটির অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনায় ছিলেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, আপন আহসান, তানজুম আরা পল্লী, নূরে খোদা মাশুক সিদ্দিক প্রমুখ।

 শেকানুল ইসলাম শাহী, ত্রপা মজুমদার, সামিয়া মহসীন, নাজমুন নাহার নাজু, রবিন বসাক, রাশেদুর রহমান, জোয়ারদার সাইফ, মুশফিকুর রহমান, তানভীর হোসেন সামদানী, সামিরুল আহসান, গুলশান আরা মুন্নী, মাহমুদা আক্তার লিটা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর