মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল টাঙ্গাইলে স্মরণসভা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আনোয়ার উল আলম শহীদ মুক্তিযুদ্ধে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার সম্পাদনায় টাঙ্গাইলের মুক্তাঞ্চল থেকে ‘রণাঙ্গন’ পত্রিকা বের হতো। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। পরবর্তীতে কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশে সফলতার সঙ্গে কাজ করেছেন। চাকরি জীবন শেষে বসে থাকেননি। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠাসহ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে গেছেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে সংস্থার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক জাকির হোসেন। বক্তব্য রাখেন- সংসদ সদস্য আতাউর রহমান খান ও হাসান ইমাম খান, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ কবি মাহমুব সাদিক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনসুরুল আলম, আনোয়ার উল আলম শহীদের স্ত্রী সাঈদা খান, বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম, ব্যুরো বাংলাদেশের পরিচালক মোশারফ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ। এ ছাড়াও ভার্চুয়ালি বক্তব্য দেন সেক্টর কমান্ডার ফোরামের হারুন হাবিব, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, নলেজ ট্রাস্টের সদস্য সচিব বিধান চন্দ্র পাল, প্রকৌশলী মনিরুজ্জামান বাবু ও আনোয়ার উল আলমের মেয়ে র্যামোনা আনোয়ার।