শিরোনাম
শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নজরদারিপ্রযুক্তি ক্রয় সরকারকেও ক্ষতিগ্রস্ত করবে : রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতি হিসেবে বাঙালির পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা যেখানে অপরিহার্য সেখানে ‘নজরদারিপ্রযুক্তি’ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং বাঙালির তৃতীয় জাগরণের পর্যায় বাধাগ্রস্ত হবে। গতকাল চট্টগ্রাম ক্লাবে আয়োজিত জেএসডি প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রব আরও বলেন, ইসরায়েল থেকে বাংলাদেশ সরকারের ব্যাপক বিতর্কিত ‘নজরদারিপ্রযুক্তি’ কেনা সংবিধানের গুরুতর লঙ্ঘন। এই প্রযুক্তি সংবাদপত্রের তথা গণমাধ্যমসহ সব ধরনের মতপ্রকাশে ত্রাসের ভূমিকা গ্রহণ করবে। এমন ভয়ংকর হাতিয়ার শুধু বিরোধী দলের কণ্ঠরোধ করবে না, ভূরাজনীতির অপকৌশলের প্রয়োজনে সরকারকেও জিম্মি করে ফেলবে এবং সরকার পতনকেও ত্বরান্বিত করবে। এই ভয়ংকর প্রযুক্তি ব্যবহার হবে সবার জন্যই আত্মঘাতী। তিনি বলেন, কার স্বার্থে, কী প্রেক্ষিতে, কী উদ্দেশ্যে নজরদারিপ্রযুক্তি কেনা হয়েছে তা জনগণকে অবশ্যই অবহিত করতে হবে।

আমাদের সংবিধান যেখানে তথ্যের ও যোগাযোগের গোপনীয়তা সুরক্ষা এবং বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে সেখানে এ ধরনের প্রযুক্তি মৌলিক অধিকার হরণে বিরাট ঝুঁকি সৃষ্টি করবে। সভায় আরও বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রর, ড. জবিউল হোসেন, মো. ইলিয়াস মিয়া, আবদুল মান্নান মাস্টার, সরোয়ার হোসেন, মুজতবা কামাল, মাহাবুর রহমান আবু তাহের, নুরুল ইসলাম খান, আবদুল মালেক গাজী, মো. শাহাবুদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর