বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৪২ দিন পর জেল থেকে মুক্ত হলেন আবদুস সালাম ও এ্যানী

নিজস্ব প্রতিবেদক

৪২ দিন পর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন আবদুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সন্ধ্যায় যখন আবদুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জেল থেকে বের হয়ে আসেন তখন কারাগারের বাহিরে আপেক্ষমাণ বিপুল সংখ্যক নেতা-কর্মী তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে বিকাল ৫টায় বিএনপির নেতাদ্বয়ের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায়।

 রাজধানীর নয়াপল্টনে গত বছরের ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর দলটির দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতা আবদুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর