সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি

--------- বস্ত্র ও পাটমন্ত্রী

জনস্বাস্থ্য সবার ওপরে। তামাক ব্যবহারজনিত মৃত্যু কমাতে শক্তিশালী আইন জরুরি বলে মত প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে। গতকাল সচিবালয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী এসব কথা বলেন। বিজ্ঞপ্তি

 আলোচনায় অংশ নেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ শফিকুল ইসলাম এবং প্রজ্ঞার কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর