বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মিশিগানে বিক্ষোভ বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপনের নিন্দা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ম্যুরালে কালিলেপন ও ভাঙচুর করেছে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ৯ ফুট উঁচু ও ৫ ফুট প্রশস্ত ম্যুরালটি কালো কালি দিয়ে লেপন করা হয়েছে এবং কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদমুখর। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।

ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশের পরই চোখে পড়ে দৃষ্টিনন্দন ম্যুরালটি। এর উদ্বোধন করা হয় ২০২০ সালের ১৬ আগস্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হিসেবে এটি তৈরি করা হয়। ম্যুরালে কালিলেপনের ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ ফেব্রুয়ারি সভা করেছে মিশিগান অঙ্গরাজ্য এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মিশিগান স্টেট যুবলীগ প্রায় ৮ হাজার ডলার ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর