রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি ছাত্র আহত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বস্টন ইউনিভার্সিটির ৪ বন্ধুসহ ৫ বাংলাদেশি একটি গাড়ি ভাড়া করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে একুশে উদযাপনের জন্যে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছেন। ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টায় জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউতে (নর্থ-ইস্ট ডিসি) বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আরও দুটি গাড়ি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে যায় বাংলাদেশিদের বহনকারী গাড়িটি।

এ দুর্ঘটনায় আহত মোট ৭ জনকে নিকটস্থ ৩টি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশি মোহিতুল ইসলামকে (২১) জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতাল, রাজু আহমেদ (২৩) এবং হুমায়ূন আহমেদকে (২৩) মেডস্টার হাসপাতাল, এবং নাইমুল ইসলাম সজীবকে (২৪) হাওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে মোহিতুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। রাজু আহমেদের মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে অনেক বেশি। তার অবস্থাও গুরুতর। হুমায়ূনের ঘাড় ও মুখ থেতলে গেছে। নাইমুলের বাম পা থেতলে গেছে। বোরহানউদ্দিন গত বছর হাই স্কুল গ্র্যাজুয়েশন করে বস্টনের একটি কলেজে ভর্তি হয়েছেন। অন্য চারজনই বস্টন ইউনিভার্সিটির ছাত্র। মোহিতুলের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

সর্বশেষ খবর