রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আট দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি রোধ, ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ, গ্রেফতার আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। ঢাকাসহ সারা দেশে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ করতে হবে। গ্রেফতার আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশের পর বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়। একই কর্মসূচি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নারয়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, বরিশালসহ সারা দেশে পালিত হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর