রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কলকাতায় গণহত্যা দিবস পালিত

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে ঘটা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে কলকাতায় গতকাল গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ উপ-দূতাবাসের গ্যালারিতে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গণহত্যার দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে সব কর্মকর্তাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (রাজনৈতিক) তুষিতা চাকমা। অনুষ্ঠানে আলোচনা করেন মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। শেষে বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর