রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সেলফি তোলা নিয়ে সংঘর্ষে আহত ৪০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে সেলফি তোলার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কিশোরদের মধ্যে বিরোধ এবং মারপিটের জের ধরে পাঁচ গ্রামবাসীর মধ্যে টানা আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আলগী ইউনিয়নের কুমার নদের সুলিনা ব্রিজের ওপর নাওরা গ্রামের কয়েকজন কিশোর দাঁড়িয়ে সেলফি তুলছিল। এ সময় একই ইউনিয়নের গুণপালদী গ্রামের এক কিশোরের মোটরসাইকেলের সঙ্গে একজনের ধাক্কা লাগে। এ নিয়ে দুই গ্রামের কিশোরদের মধ্যে তর্ক-বিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর গুণপালদী গ্রামের কয়েক কিশোর সুলিনা বাজারে গেলে নাওরা গ্রামের কিশোররা তাদের মারধর করে। এর পরই সংঘর্ষে জড়িয়ে পড়েন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী কুমার নদ আলগী ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত। এর পূর্বদিকে আলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুণপালদী গ্রাম। নদীর পশ্চিম দিকে আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাওরা গ্রাম।

সংঘর্ষে এক পক্ষে গুণপালদী গ্রাম ও অপর পক্ষে নাওরা, অপরপট্টি, শুয়াদী, চান্দ্রা গ্রামবাসী অংশ নেয়। ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ১৮ জনকে শুক্রবার রাতেই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত গুণপালদী গ্রামের মাজেদ মোল্লার ছেলে ওবায়দুল মোল্লা (৪৬), অপরপট্টি গ্রামের আ. রহমান মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বর (২২), নাওরা গ্রামের হাসেম মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বরকে (৪৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আরও ১৫ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আলগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বাকলেচ হরকরা বলেন, শুনেছি সেলফি তোলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরে চার গ্রামের মানুষ এক হয়ে আমার ওয়ার্ডের গুণপালদী গ্রামের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সর্বশেষ খবর