রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন

আইজিপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কিংবা সহিংসতা করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে। কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট পুলিশ লাইনসে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি এক প্রশ্নের জবাবে বলেন, সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে সচেষ্ট রয়েছে। নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের আগে সব অনাকাক্সিক্ষত বিষয় রোধে কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এর আগে আইজিপি সিলেট বিভাগের ওসিদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ খবর