রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

‘ইসলামী শিক্ষার পরীক্ষা না নেওয়া ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের জনসংখ্যার ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাকে জলাঞ্জলি দিয়ে ইসলামী শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছে সরকার। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ইসলামী শিক্ষার পরীক্ষা না নিয়ে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে।

গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন তিনি। এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর