মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধাপরাধ মামলায় তিনজন গ্রেফতার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় গতকাল যুদ্ধাপরাধ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতাররা হলেন- উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার মৃত নাদের আলী খানের ছেলে ফজলুল হক খান (৭০), মৃত আবদুল করিমের ছেলে মো. ইউসুফ আলী (৭৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের ছোট টেংড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (৬৯)। ২০১৭ সালের ২২ মে কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান আবু এ মামলা করেন। গ্রেফতার আবদুর রাজ্জাকের নাম মামলায় উল্লেখ থাকলেও ফজলুল হক খান ও ইউসুফ আলীর নাম ছিল না।

মামলার বাদী মিজানুর রহমান আবু বলেন, বাবাহারা আজ ৫২ বছর। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা ও প্রতিবেশী দুই ভাইকে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ বছর পর হলেও সেই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের স¦জনদের দাবি, যুদ্ধাপরাধে তারা জড়িত নন।

র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, যুদ্ধাপরাধ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, র‌্যাব তিনজনকে থানায় নিয়ে এসেছে।

সর্বশেষ খবর