মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

তিন ইরানিসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। রবিবার রাতে যশোর শহরের হাটখোলা রোড ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, ৮ এপ্রিল তিন-চার জন অপরিচিত ব্যক্তি যশোরের অভয়নগর উপজেলার বর্ণি হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির মুদি দোকানে যান। তারা আরবি ভাষায় কথা বলেন এবং নারকেল তেল কেনার কথা বলে দোকানদার শরিফুলের সঙ্গে হ্যান্ডশেক করেন। পরে মানিব্যাগ থেকে টাকা বের করে শরিফুলের মুখের কাছে নেন। তখন শরিফুল চিন্তাশক্তি হারিয়ে ফেলেন এবং লোকগুলোর কথামতো কাজ করতে থাকেন। এরপর তারা দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকা নিয়ে চলে যান।

এ ব্যাপারে শরিফুলের ছেলে বাদী হয়ে ৫ মে অভয়নগর থানায় মামলা করলে ডিবি পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এ ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়। ৭ মে রাতে ঢাকার ভাটারায় অভিযান চালিয়ে খোরশেদ আলম, সাইদুল ইসলাম বাবু নামে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী যশোর শহরের হাটখোলা রোডের সিটি প্লাজা হোটেল থেকে রবিবার রাতে ইরানি নাগরিক মাহবুবি (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবিকে (১৬) আটক করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ৪ হাজার ৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ভারতীয় রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১ হাজার ইরাকি মুদ্রা, ১৮৫ নেপালি মুদ্রা, ১ হাজার ভিয়েতনামি মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ বাংলাদেশি টাকা, তিনটি পাসপোর্ট ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং তারা ডেভিল ব্রেদের (শয়তানের নিঃশ্বাস) মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর