বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

সার্টিফায়িং অথরিটির লাইসেন্স পেল রিলিফ ভেলিডেশন লিমিটেড

সার্টিফায়িং অথরিটি (সিএ) হিসেবে লাইসেন্স পেয়েছে দেশি বহুজাতিক কোম্পানি দীপন গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রিলিফ ভেলিডেশন লিমিটেড। কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটির (সিসিএ) পক্ষ থেকে ৭ মে সার্টিফায়িং অথরিটির নিয়ন্ত্রক মো. সাত্তার সরকার লাইসেন্স তুলে দেন রিলিফ ভেলিডেশন লিমিটেডের চেয়ারম্যান সাবেক আইন সচিব মোহাম্মদ শহীদুল হকের হাতে। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবে রিলিফ ভেলিডেশন লিমিটেড। আইসিটি বিভাগের অধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটির (সিসিএ) লাইসেন্স পাওয়ায় রিলিফ ভেলিডেশন লিমিটেড তাদের গ্রাহকের জন্য ই-স্বাক্ষর ইস্যু করতে পারবে, যা ওই গ্রাহক যে কোনো ইলেকট্রনিক নথিপত্রের ডিজিটাল ব্যবহার করতে পারবেন। ইলেকট্রনিক সনদ ও নথিপত্রে প্রদত্ত ই-স্বাক্ষর অমোচনীয় কালি দ্বারা কাগজে দেওয়া স্বাক্ষরের মতোই সত্যতা যাচাই এবং এর সঠিকতা প্রমাণের জন্য কাজ করবে। এর ফলে সরকারি দফতরের কর্মকর্তাদের এখন আর সিল-স্বাক্ষর দেওয়ার দরকার হবে না। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর