বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

ইসির নিবন্ধন আইন বাতিলের দাবি পিআরপির

নিজস্ব প্রতিবেদক

দলের নিবন্ধন আবেদন বিবেচনার দাবি জানিয়েছেন জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম। তিনি বলেন, দলের নিবন্ধন পাওয়া নাগরিক অধিকার হলেও সেটি নির্বাচন কমিশন হরণ করেছে। রাজনৈতিক দলের নিবন্ধনের ‘কালো আইন’ বাতিল ও পিআরপির আবেদন বিবেচনার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তরিকুল ইসলাম বলেন, গত ৩ ডিসেম্বর গ্রেফতার করে তাকে ২ মাস জেল হাজতে রাখা হয়েছে। সে সময় তাদের বেশ কিছু নেতা-কর্মী কারাগারে থাকার কারণে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পুনরায় নিবন্ধনের আবেদন করতে গেলে আবেদনটি গ্রহণ করেনি। আজ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে। পিআরপির যুগ্ম মহাসচিব নুরে আলম খোকন মো. নজরুল ইসলাম, মাহবুবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর