বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রেড কমিয়ে বেতন কাঠামো নির্ধারণ দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য নিরসনে বিদ্যমান ২৩টি গ্রেড থেকে কমিয়ে ১০ গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে ‘সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ’। গতকাল সংগঠনের তোপখানার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এ সময় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গণকর্মচারীদের বেতন বৈষম্য সর্বোচ্চ এবং বেতন কাঠামো সর্বনিম্ন স্তরের বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, এই বৈষম্য নিরসনে কর্মচারীদের দাবির প্রতি সরকারের উদাসীনতা চরম পর্যায়ের। এ অবস্থায় বিদ্যমান ২৩টি গ্রেড বাতিল করে ১০ গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের বিকল্প নেই।

সর্বশেষ খবর