বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
ইসলামি গণতান্ত্রিক পার্টি

মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় হাউস পার্টি, ডিজে পার্টিসহ বিভিন্ন নামে মদ্যপান ও জুয়ার আসর বসছে। সারা দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তাদের সঠিক বিচার করতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে। মাদক নির্মূলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। অভিভাবকের নজরদারি ও জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, সরকার ও প্রশাসনকে কঠোর হতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। মাদক মামলার বিচার দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর