বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

একযুগ পলাতক থাকার পর গ্রেফতার জেএমবি সদস্য

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে একযুগেরও বেশি সময় পলাতক থাকার পর গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম হাজী মো. সোলায়মান ওরফে মুন্সী ইউনুছ আলী। গতকাল দুপুরে গাজীপুরের কাপাসিয়া থানার গোস্বাবর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল এসব তথ্য জানান এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, দীর্ঘ একযুগেরও বেশি সময় সে জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখ তা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিল। ২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ছালরা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯।

 তখন সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায় এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে।

 জিজ্ঞাসাবাদে সে জানায়, ২০১১ সালের পর থেকে কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছিল। সোলায়মান ২০১১ সালের ৪ মার্চ ময়মনসিংহ মুক্তাগাছা থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর