সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

সয়াবিনের দাম কমল লিটারে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন  তেলের দাম প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। কোরবানির ঈদের আগে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় এ সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সভাশেষে বাণিজ্য সচিব জানান, এখন থেকে প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ৯ টাকা হ্রাস করে ১৬৭ টাকা এবং পাম অয়েলের দাম ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে খুচরা পর্যায়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক বছরে চাহিদা বিবেচনায় দেশে চিনি, গম ও আদা ব্যতীত অন্য কোনো পণ্য সরবরাহে ঘাটতি নেই। ঈদুল আজহাতে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়েছে।

 

সর্বশেষ খবর