বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

মসজিদ-মাদরাসায় দান আয়করমুক্ত রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সব মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠানে দাতাদের দান সম্পূর্ণ আয়করমুক্ত রাখার পূর্ববৎ আইন চালু অথবা নতুন বিধিবিধান প্রণয়ন করে তা কার্যকর এবং সাধারণ শিক্ষার মাধ্যমিক স্তর পর্যন্ত দীনি শিক্ষা বাধ্যতামূলক করা, দীনি শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন ও বিধিবিধান বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীরসাহেব দেওনা)।

মিজানুর রহমান চৌধুরী বলেন, বিশ্বের অধিকাংশ দেশে দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দান-অনুদান সম্পূর্ণ আয়করমুক্ত। যেহেতু আমাদের দেশের মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠানগুলো জনগণের সাহায্য-সহযোগিতায় পরিচালিত হয়, এ অবস্থায় দীনি প্রতিষ্ঠানসমূহের দাতারা যেন স্বাচ্ছন্দ্যে দান-খায়রাত করতে পারেন- সে জন্য এসব প্রতিষ্ঠানে সব দান-অনুদান আয়করমুক্ত রাখার পূর্ববর্তী বিধানটি নবায়ন করে কার্যকর করা অতি জরুরি। সংবাদ সম্মেলনে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের মানোন্নয়নের স্বার্থে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মাওলানা আশেকে মুস্তফা, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর