বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মতামত প্রকাশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে কোনো ধরনের মতামত প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাই কোর্ট। পাশাপাশি একই বিষয়ে বাফুফে সভাপতিকেও মতামত দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে হাই কোর্টে হাজির হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, জীবনে প্রথমবার হাই কোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটা আমার জন্য দুঃখজনক। আদালতে কাজী সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসিও, মমতাজ উদ্দিন ফকির। অন্যদিকে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ১৩ জুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সব ‘মানহানিকর’ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়। হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় কাজী সালাউদ্দিনের পক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের ৩১ ও ৩৯ অনুচ্ছেদের অধীনে রিটকারী কাজী সালাউদ্দিনের সুনাম ও গোপনীয়তার মৌলিক অধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে আদেশ দেন হাই কোর্ট।

রিটে বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও একাত্তর টিভির এডিটর ইন চিফ, একাত্তর টিভির স্পোর্টস ইনচার্জ এহসান মোহাম্মদ, একই টিভির ক্রীড়া সাংবাদিক মেহেদি নাইম, পার্থ বণিক, মাহমুদুল হাসান, অর্ণব বাপ্পি, এহতেশাম সবুজ, মাহাদি হাসান, ফাহিম রহমান, রিয়াসাদ আজিম, কহিনুর কনা এবং দৈনিক যুগান্তরের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরী, নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাফুফের পদত্যাগী সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সর্বশেষ খবর