বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স কমান্ড, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর স্পেশাল ফোর্সের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৪০’ এর সমাপনী অনুষ্ঠান গতকাল চট্টগ্রামের বানৌজা নির্ভীক-এ অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর জানায়, প্রশিক্ষণ ও মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নির্বাচিত প্রতিনিধিরা মহড়ায় যোগ দেন। কমডোর সোয়াড্স কমান্ডের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ প্রশিক্ষণ ও মহড়ায় উভয় দেশের স্পেশাল ফোর্সের সদস্যরা ট্যাকটিক্যাল কম্ব্যাট ক্যাজুয়ালটি কেয়ার, ট্যাকটিক্যাল মার্কসম্যান শিপ, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট এবং স্মল ইউনিট ট্যাকটিস (এসইউটি) বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন।

সর্বশেষ খবর