বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

দাবি একটাই সরকারের পদত্যাগ : নূর

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, এখন আর কোনো দফারফা নয়। দাবি একটাই, সরকারকে পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এখন আর বামে-ডানে তাকানোর সময় নেই। এরা এক সপ্তাহ ক্ষমতায় থাকা মানে দেশ এক বছর পিছিয়ে যাওয়া।

বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদ্যুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধŸগতির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

নূর বলেন, বিরোধী দলের নেতা-কর্মীরা যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনে সরকার পতন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষের মুক্তি ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যা কিছু করার তাই করব। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ প্রমুখ।

সর্বশেষ খবর