বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

হজযাত্রীদের চলমান সংকট নিরসন দাবি

নিজস্ব প্রতিবেদক

বাড়ি ভাড়া না হওয়ায় এখনো ২০ হাজার হজযাত্রীর ভিসা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ জন্য বিমানের টিকিটও কিনতে পারছে না এজেন্সিগুলো। আবার বিমানের টিকিট বিক্রি না হওয়ায় এ পর্যন্ত অন্তত ২০টি হজ ফ্লাইট বাতিল হয়েছে বলে দাবি করেছে ইসলামী গণতান্ত্রিক পার্টি (আইডিপি)। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত পার্টির এক আলোচনা সভায় এসব অভিযোগ উত্থাপন করে হজযাত্রীদের চলমান সংকট দূর করার দাবি জানিয়েছেন পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বেশি লাভের আশায় হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া করতে দেরি করছে এজেন্সিগুলো। বাড়ি ভাড়া না হওয়ায় অনেকে সময়মতো টাকা-পয়সা জমা দিয়েও নির্দিষ্ট সময়ে ভিসা পান না।  এবারও ভিসা জটিলতার কারণে পর্যাপ্ত হজযাত্রী পাওয়া যাচ্ছে না বলে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা ঘটেছে।

 এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে অনেকের হজযাত্রা। আবার অনেকে ভিসা পেয়েও যেতে পারছেন না হজ এজেন্সিগুলোর কারণে।

সর্বশেষ খবর