শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বরিশালে ঝরে গাছচাপা পড়ে বৃদ্ধ নিহত

মেঘনা নদীতে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ঝরে গাছ চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে একই সময় ঝরে নৌকা কাত হয়ে হিজলা সংলগ্ন মেঘনা নদীতে এক জেলে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা আহত হন।

সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ জানান, স্থানীয় রাড়িমহল গ্রামের মোহাম্মদ রজিত বিহারী (৭৫) গতকাল ভোরে ফজরের নামাজ পড়ে স্ত্রী ও দুই ছেলেসহ টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ ঝরে তার ঘরের ওপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে। এদিকে একই দিন সকালে হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় ঝরে নৌকা কাত হয়ে স্থানীয় চরকিল্লা গ্রামের মাসুদ রাঢ়ি (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা আবুল কালাম রাড়ি আহত হন। কালামকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর