শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সব গুম-খুনের বিচার হবে

-আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির শত শত নেতা-কর্মী গুম-খুন হয়েছেন। কারও ছেলে কারও মেয়ে তাদের বাবার মুখ দেখছে না। তারা এখন তাদের বাবার কবরটা দেখতে ও জিয়ারত করতে চায়। তারা সেই সুযোগও পাচ্ছে না। এটাও অনিশ্চিত বিষয়। তারা মারা গেছে নাকি বেঁচে আছেন- এটাও জানার সুযোগ নেই। গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব বলেন। গুম-খুন, নির্যাতিত, অসহায় ও অসচ্ছল নেতা-কর্মীর সন্তানদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রিহ্যাবিলিটেশন কমিটির তত্ত্বাবধানে দেশব্যাপী জেলাভিত্তিক শিক্ষা উপবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেডআরএফ শিক্ষাবৃত্তি প্রকল্প উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর