রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক

-জাতীয় সংহতি মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক হতে হবে। এ সরকার বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সরকারের বিকল্প নেই। এ সময় নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠন করার দাবি জানায় জাতীয় সংহতি মঞ্চ। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সংহতি মঞ্চের জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক। বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইউসুফ সিদ্দিকী, মোহাম্মদ শামসুদ্দিন, মনজুর হোসেন ঈসা, আবুল কাসেম মজুমদার, মাওলানা আবদুল্লাহ ইদ্রিস প্রমুখ। সঞ্চালনা বরেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর