রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ, কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটেছে, কৃষিতে আমরা স্বনির্ভর হয়ে উঠছি। আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য কৃষি ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিককালে আগুন ও প্রাকৃতিক দুর্যোগে আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। গতকাল রংপুরের পীরগাছায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পীরগাছা উপজেলায় ঘূর্ণিঝড় ও অগ্নিকাে  ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রী ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ বান্ডিল ঢেউটিন, ২ লাখ ১০ হাজার টাকার চেক এবং ২৮টি পরিবারের মধ্যে ২৮ বান্ডিল ঢেউটিন ও ৮৪ হাজার টাকার চেক বিতরণ করেন। বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সিটি করপোরেশনের আওয়ামী লীগের কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সর্বশেষ খবর