রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অবস্থান দুর্দিন ডেকে আনতে পারে

-বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে কেন্দ্র করে দেশের প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ নানা ব্যাখ্যা দিচ্ছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের পাল্টাপাল্টি অবস্থান জাতীয় জীবনে দুর্দিন ডেকে আনতে পারে। গতকাল পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় রাজনৈতিক উপ-কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। মাওলানা ইউসুফ আশরাফ বলেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে দেশের মানুষ সরকারের একপেশি মনোভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না- এটা প্রতিষ্ঠিত সত্য।

তাই সরকার এবং বিরোধী দল আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর