সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারী আবু তাহের দেখা করতে গেলে তার মাধ্যমে ড. মোশাররফ নিজের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন। কারী আবু তাহের কিছু সময় খন্দকার মোশাররফ হোসেনের পাশে থাকেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত শুক্রবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

সর্বশেষ খবর