মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

এনআইডিতে ছবি বাধ্যতামূলক না করার দাবি মহিলা আনজুমানের

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভায় খসড়া অনুমোদন পাওয়া জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩-এ এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছেন রাজারবাগ দরবার শরিফের মহিলা আনজুমান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সরকারের কাছে তারা এ দাবি জানায়। 

সংগঠনটির দাবি, এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার ও আইরিশই যথেষ্ট। মুখচ্ছবিকে পুঁজি করে বরং অপরাধ ও দুর্নীতি হওয়ার সুযোগ থাকে। এ জন্য তারা এনআইডিসহ রাষ্ট্রের সব প্রযোজ্য ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবি জানায়। সংগঠনটি মনে করে, শুধু মুখচ্ছবি দিতে সম্মতি না দেওয়ায় নারীদের এনআইডি থেকে বঞ্চিত করে রাখা মানবাধিকার লঙ্ঘন। বর্তমানে রাষ্ট্রের ২২টি মৌলিক ও নাগরিক অধিকার পেতে এনআইডির প্রয়োজন। কিন্তু শুধু মুখচ্ছবি দিতে সম্মতি না দেওয়ায় লাখ লাখ নারীকে এনআইডি থেকে বঞ্চিত করা হচ্ছে। নতুন পরিচয় নিবন্ধন আইনে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাওয়ায় মহিলা আনজুমানের আশা, মন্ত্রণালয় পর্দানশীন নারীদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখবে এবং তাদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রেখেই এনআইডি সুবিধা দেবে।

সর্বশেষ খবর