বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকদের পাঁচ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। এর মধ্যে রয়েছে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় গাড়ি ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না। ঈদ বকশিশ ও শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না। বাস টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করা। সোমবার রাজধানীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সব রুট মালিক সমিতি, গাবতলী ব্যতীত অন্য সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর