বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

টিপু-প্রীতি হত্যায় ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় পলাতক নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গতকাল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। আদেশে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে জামিন বাতিল করে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, মশিউর রহমান ইকরাম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল ও তৌফিক হাসান ওরফে বিডি বাবু। মামলার পলাতক আসামিরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রীডম মানিক ওরফে জাফর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৩ জনের বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করে। এ হত্যা মামলায় মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিকসহ বেশ কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও (১৯) নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্না। এ হত্যাকান্ডের পর রাতেই শাহজাহানপুর থানায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড। এ হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ, তাঁর বন্ধু মোল্লা শামীম ও পলাশ ওরফে কাইল্লা পলাশ। বাকিরা সবাই ছিলেন পরিকল্পনাকারী।

সর্বশেষ খবর