বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ১৫ কোটি টাকা মূল্যের আইসসহ বিদেশি নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৫ কোটি টাকার মূল্যের তিন কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. নুরুন্নবী (২৭) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল ভোরে সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির একটি টহলদল নাফ নদীতে অবস্থায় নেয়। একপর্যায়ে টহলদল তিন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ ভিতরে জিন্নাহখালের দিকে আসতে দেখে। এ সময় নৌ টহলদল এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় এবং অপর দুজন নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে অভিনব পদ্ধতিতে লুকানো তিন  কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর