শিরোনাম
বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোন মূল্যে ষড়যন্ত্রকারী ও অশুভ শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। গতকাল দলটির স্থায়ী পরিষদের সভায় দলের চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী এ আহ্বান জানান।

সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক স্বার্থে দেশের বিরুদ্ধে অবস্থান আত্মঘাতী। মহান মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তান ও বাংলার মুক্তিকামী মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাসহ বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের ব্যাপক গুরুত্ব রয়েছে।

এ কারণে বৃহৎ শক্তিগুলোর নজর বাংলাদেশের দিকে।  নানা কৌশলে বাংলাদেশকে ব্যবহার করে তারা স্বার্থ উদ্ধার করতে চায়। সভায় আবদুল আজিজ সরকার, ফজলুর রহমান আকন্দ, মুফতি গোলাম মহিউদ্দীন লতিফী, মো. ইব্রাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর