বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

সহায়তা চান বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিবেদক

সরকারের কাছে ক্ষতিপূরণ চান বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের ১৫ হাজার শ্রমিক-কর্মচারী। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

ফেডারেশনের সহসভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, হযরত আলী মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবাজারের ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী চাকরি হারা, বেতন ছাড়া। তারা গত ঈদুল ফিতরেও কোনো সহায়তা পাননি।

ঈদুল আজহায়ও তারা কোনো আশ্বাস পাচ্ছেন না। এমন অবস্থায় অমানবিক দিন যাপন করছেন দোকানের কর্মচারীরা।

তাদের অভিযোগ, দোকান মালিকরা বিভিন্ন মহলের সহায়তা পেলেও শ্রমিক-কর্মচারীদের কেউ খেঁাঁজ রাখেনি।

দোকান কর্মচারীদের একটি প্রতিনিধি দল মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ খবর