বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা
পৌর নির্বাচন

তালোড়ায় জগ, গোপালদীতে নৌকা, বাসাইলে গামছা জয়ী

প্রতিদিন ডেস্ক

পৌরসভা নির্বাচনে বগুড়ার তালোড়ায় জগ প্রতীক, আড়াইহাজারের গোপালদীতে নৌকা এবং টাঙ্গাইলের বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা বিজয়ী হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- বগুড়া : বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে মেয়র হলেন সাবেক বিএনপি নেতা আবদুল জলিল খন্দকার। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। জলিল খন্দকার ৯টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রেই বিজয়ী হয়েছেন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

গতকাল  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম মিঞা (অটল) পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট। গতকাল সন্ধ্যায় পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান উপজেলা হলরুমে ফলাফল ঘোষণা করেন। এর আগে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়াতে ভোটাটারদের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে অনেক কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারের গোপালদী পৌরসভা নির্র্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার বিজয়ী হয়েছেন। গতকাল রাত ৮টায় উপজেলার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। বিজয়ী প্রার্থী এম এ হালিম সিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫১৪৫ ভোট। এ নিয়ে তিনি টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তানভীর পেয়েছেন ২৯৯৩ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালদী পৌরসাভার ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে চারটি অস্থায়ী কক্ষসহ মোট ৯২ কক্ষে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৬০৭ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর