বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

পিছিয়ে পড়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

যক্ষ্মা নিরাময় ও প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। কিন্তু অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির অভাবে যক্ষ্মা নিয়ন্ত্রণে পিছিয়ে পড়ছে দেশ। কারণ যক্ষ্মা রোগীরা সামাজিক বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের শিকার। ফলে তারা তাদের রোগটি সম্পর্কে কাউকে জানাতে চান না। এতে চিকিৎসা বিঘিœত হয়। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অধিকারভিত্তিক ও জেন্ডার বৈষম্যহীন যক্ষ্মা সেবা প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘চ্যালেঞ্জ ফ্যাসিলিটি ফর সিভিল সোসাইটি’ (সিএফসিএস) রাউন্ড-১১ প্রকল্পের আওতায় ‘ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমুনোলজি অব বাংলাদেশ’ (আইএসিআইবি) এর সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশের যক্ষ্মা পরিস্থিতি ও সিএফসিএস প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আইএসিআইবির পরিচালক (যোগাযোগ) মি. সভারঞ্জন শিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসিআইবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব রফিকুল ইসলাম মিলন বলেন, টিবি-সিআরজি যক্ষ্মা রোগীদের অধিকার ও ক্ষতিকর জেন্ডার বৈষম্য নিরসন করে যক্ষ্মা নিয়ন্ত্রণে স্টপ টিবি পার্টনারশিপ ও ইউএনও পিএসের একটি নতুন অ্যাপ্রোচ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর