বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

দাবি আদায়ে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সরকারিকৃত কলেজ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড সুরক্ষার দাবি না মানলে ক্লাস বর্জন করে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির শিক্ষকরা। কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, সারা দেশের প্রায় ৩৫০টি কলেজ সরকারিকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব সরকারিকৃত কলেজের জন্য শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ জারি করা হয়। কিন্তু এ বিধি অনুযায়ী অধিকাংশ শিক্ষক-কর্মচারীর পূর্বে প্রাপ্ত বেতন গ্রেড অবনমন করা হয়েছে।

যা বেসরকারি আমলের বেতনের চেয়ে অনেক কম, বিষয়টি খুবই অমানবিক। এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে ৬ দফা দাবি উত্থাপন করেন তিনি। এসব দাবির মধ্যে আত্তীকরণ বিধিমালা সংশোধন করে শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখার দাবি অন্যতম। সংবাদ সম্মেলনে বলা হয়, সংশ্লিষ্ট প্রশাসন সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারীদের বেতন গ্রেড সুরক্ষার আশ্বাস দিলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। ৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর উদ্বেগ ও উৎকণ্ঠা লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব মো. সাজেদুর রহমান লিটু, যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর