শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

তিস্তায় কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র ঘাঘট করতোয়ার পানি

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধায় তিস্তার পানি কমলেও ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। আমাদের প্রতিনিধিরা এ খবর পাঠিয়েছেন।

গাইবান্ধা : উজানের ঢলে গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চরাঞ্চলের নিচু এলাকা ডুবে গেছে। জেলায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। তবে তিস্তার পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি তিস্তামুখ ঘাট পয়েন্টে ২ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার ও করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমেছে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়ার সঙ্গে ব্রহ্মপুত্র নদের ভাঙন শুরু হয়েছে। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে।

ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া (৫০) বলেন, ‘পানি বারব্যার নাগচে। গেলোব্যার এ সমায় বান (বন্যা) হচিলো। তাই এব্যারক্যা ঈদের আগোত বান হয় নাকি, তাক নিয়া হামরা চিনতাত আচি। ঈদের আগে বান হলে তো হামার ঘরে আনোনদো মাটি হয়া যাবে।

কুড়িগ্রাম : জেলায় দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। জেলার নিম্নাঞ্চলে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বেড়েছে। সদর, উলিপুর, চিলমারী ও নাগেশ্বরী উপজেলার নদী তীরবর্তী অর্ধ শতাধিক গ্রামের পানিবন্দী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাঘাট পানিতে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিতে তলিয়ে গেছে সবজি, আমনের চারা, পাট। উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকার পূর্ব বালাডোবা, কালির আলগা, মুসারচর ও সদরের পোড়ার চরসহ ১০টি চরের দুই শতাধিক পরিবার ঘর বাড়ি ছেড়ে নৌকা ও উঁচু জায়গায় অবস্থান নিয়েছেন। জেলার ১শ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। চারণভূমি তলিয়ে থাকায় চরাঞ্চলগুলো গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ২৬টি পয়েন্টে দেখা দিয়েছে প্রবল নদী ভাঙন। বালুর বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর