শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

জনগণের সমর্থন থাকলে, বিদেশি সমর্থনের দরকার নেই : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বিদেশিদের কাছে হাত পাতছে, ধরনা দিচ্ছে তাদের কাছে ভিক্ষা চেয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে। কোনো বিদেশি প্রভু এসে সেটা দিতে পারবে না। এ সরকার নির্বাচিত সরকার। গতকাল দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আবদুর রাজ্জাক বলেন, উন্নয়নের কারণে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই। আমরা বিদেশি সহযোগিতা চাই না।  মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু হাদী নূর আলী খান, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। সভায় ফেডারেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর