শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ওলামা লীগের কমিটি বিতর্কিত উল্লেখ করে বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক

ওলামা লীগের প্রকাশিত কমিটি ‘বিতর্কিত’ উল্লেখ করে বাতিলের দাবি করেছে একটি পক্ষ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী। সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সুলাইমান, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আনোয়ার শাহ, কারী মাওলানা আসাদুজ্জামান প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, রাতের আঁধারে প্রকাশিত আংশিক কমিটি জামায়াত-বিএনপির খেলাঘর। জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের মোর্চা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর