রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে। নব্বইয়ে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার দাবি করলে পল্লীবন্ধু এরশাদ এ দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করেনি। গতকাল নিজ নির্বাচনী এলাকার শ্যামপুর থানার ৫১ নম্বর ওয়ার্ডে মীর হাজীরবাগে ওয়ার্ড জাপার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫১ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি জাহিদ হোসেন, শ্যামপুর থানা যুব সংহতির আহ্বায়ক মারুফ হাসান মাসুম, ৫১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমাস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর