শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ইসলামের খেদমতে বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ইমানদার মুসলমান। তিনি কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। ইসলামের ব্যাপক খেদমতে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

গতকাল রাজধানীর ওয়াপদা মসজিদ মাদরাসা মিলনায়তনে ইসলামিক গণতান্ত্রিক পার্টির  ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ‘সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক এই সংসদ সদস্য।  আয়োজক সংগঠনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে ইসলামিক গণতান্ত্রিক পার্টির মহাসচিব মো. নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।   

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর