মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীকে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন নৌকা, সিকদার আনিসুর রহমান (জাতীয় পার্টি) পেয়েছেন লাঙ্গল প্রতীক এবং হিরো আলম পেয়েছেন একতারা প্রতীক। এ ছাড়াও কাজী রাশেদুল হাসান (জাকের পার্টি) পেয়েছেন গোলাপ ফুল, মো. আক্তার হোসেন (সাংস্কৃতিক মুক্তিজোট) পেয়েছেন ছড়ি, রেজাউল ইসলাম স্বপন (বাংলাদেশ কংগ্রেস) পেয়েছেন ডাব, শেখ হাবিবুর রহমান (তৃণমূল বিএনপি) পেয়েছেন সোনালি আঁশ। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সর্বশেষ খবর