শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে শেষ সময়ের অপেক্ষায় ক্রেতারা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে শেষ সময়ে পশু ক্রয় করার জন্য অপেক্ষা করছেন ক্রেতারা। শেষ দুই দিনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় বেশি হয়। এবারও অতীতের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। গতকাল নগরের বিভিন্ন হাটে পশু ক্রয় বেড়েছে। আজ সব হাটে পশু বিক্রি বাড়বে। বাড়বে ক্রেতাদের সমাগম। পুরোদমে চলবে ক্রয়-বিক্রয়। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের হাটগুলো ইজারা প্রদান করে। চসিক সূত্রে জানা যায়, চসিকের স্থায়ী পশুর হাট তিনটি। এর মধ্যে আছে সাগরিকা গরুর বাজার, বিবিরহাট গরুর হাট ও পোস্তার পাড় ছাগলের বাজার। সাগরিকা ও পোস্তারপাড়ে ইজারাদার নিয়োগ দেওয়া হলেও দুবার দরপত্র আহ্বান করেও ইজারাদার পাওয়া যায়নি। বর্তমানে বাজারটিতে চলছে খাস কালেকশন। তাছাড়া, অস্থায়ী বাজারের মধ্যে আছে, নগরের খেঁজুরতলা বেড়িবাঁধ-সংলগ্ন খালি মাঠ, পূর্ব হোসেন আহম্মদপাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, মুসলিমাবাদ টিকে গ্রুপের খালি মাঠ, মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কর্ণফুলী পশুর বাজার (নূরনগর হাউজিং এস্টেট), ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডের বড়পোল-সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড় এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ। জানা যায়, এবার বাজারে আধিক্য আছে দেশি গরুর। নগরের সাগরিকা বাজার, বিবিরহাট, কর্ণফুলী গরু বাজারসহ বড় বাজারগুলোতে অন্যান্য গরুর চেয়ে দেশি গরুর সংখ্যা বেশি।

 ক্রেতাদের পছন্দও দেশি গরু। এর মধ্যে ৫০ থেকে ৯০ হাজার টাকা দামের গরুর চাহিদা বেশি। গতকাল বাজারে সাতকানিয়া, লোহাগাড়া, চুনতি, খাগড়াছড়ি, রাঙামাটি, রাউজান, রাঙ্গুনিয়া থেকে নিজস্ব খামারে পালন করা গরু নিয়ে আসা গরু বেশি দেখা যায়। তাছাড়া উত্তরবঙ্গ থেকেও কিছু গরু এসেছে।  নুরনগর হাউজিং সোসাইটির বাজারের ক্রেতা আবদুল মোমিন বলেন, দেশি গরুগুলো দেখতে সুন্দর ও মায়াময়। তাই আমার পছন্দ দেশি গরু। তাছাড়া এ গরু কিনলে আমাদের স্থানীয় খামারিদের উৎসাহী করা হয়। এর মাধ্যমে দেশি খামার শিল্পও বিকশিত হবে। তবে দেশি গরুর দাম একটু বেশি।

বাজারের আলী আহমদ নামের এক বিক্রেতা বলেন, আমি নিজের গোয়ালে লালনপালন করে ১০টি গরু এনেছি। ইতোমধ্যে পাঁচটি বিক্রি করেছি। 

মইজ্জ্যারটেক গরু বাজারের পরিচালক জানে আলম বলেন, গত সোমবার থেকে বিক্রি বাড়ছে। তবে গতকাল এবং আজ বেশি ক্রয়-বিক্রয় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর