বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

দিল্লিতে ড্রোন ওড়ানোয় বাংলাদেশি নারী গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

সরকারি অনুমতি না নিয়েই দিল্লির অক্ষরধাম মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর অভিযোগে মোমো মোস্তফা নামে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার বিকালে মন্দির কর্তৃপক্ষ ওই পুলিশকে জানায় যে, মন্দিরের খুব কাছে এক নারী ড্রোন ওড়াচ্ছেন। খবর পেয়েই মন্দির চত্বরে অভিযান চালান মন্ডাবলি পুলিশ স্টেশনের সদস্যরা। ৩৩ বছর বয়সী মোমো পেশায় ফটো জার্নালিস্ট। ঢাকায় তার ফটোগ্রাফির ব্যবসাও আছে। গত মে মাসে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা পান তিনি। ২৫ জুন দিল্লিতে আসেন তিনি। ৫ জুলাই তার দেশে ফিরে যাওয়ার কথা ছিল। ঘটনার পেছনে কোনো অভিসন্ধি আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও মোমো ওই মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর চেষ্টা করেছিলেন। ভারতের স্পর্শকাতর জায়গাগুলোর অন্যতম অক্ষরধাম মন্দির। ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারীদের থাকার জন্য ওই এলাকায় অস্থায়ীভাবে গেমস ভিলেজ করা হয়েছিল। নিরাপত্তা রক্ষায় মন্দিরের ভিতর এবং বাইরে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন থাকে। এই মন্দিরে আসা দর্শকদের নি-িদ্র নিরাপত্তা ব্যবস্থার যথাসাধ্য চেষ্টা করে থাকে পুলিশ। অনুমতিবিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় (আইনগত আদেশ অমান্য) মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মোমো মোস্তফা ২০২০ এবং ২০২২ সালে চিকিৎসার জন্য কলকাতায়ও এসেছিলেন। থানায় বসে তিনি জানান, ‘আমি অনেক ব্লগ দেখেছি কিন্তু কোথাও বলা ছিল না যে, এই মন্দিরে ড্রোন ওড়ানোর অনুমতি নেই।’

সর্বশেষ খবর