বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

জরুরি সেবায় বেশি ফোন জোর করে হাটে পশু নামানোর অভিযোগে

নিজস্ব প্রতিবেদক

পছন্দের হাটে পশু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না ব্যাপারীদের। ইজারাদারের লোকজন জোর করে গরু তাদের হাটে নামাতে বাধ্য করছেন। গত ছয় দিন পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে ২৮২টি ফোন পেয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ। এসব কলের মধ্যে ১১১টিই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগের। তাদের নিজ নিজ হাটে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করা হয়েছে। পরে পুলিশ গিয়ে ব্যাপারীদের সহযোগিতা করেছে। গতকাল বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। ২০ থেকে ২৬ জুন পর্যন্ত পশুর হাট ও পশুসংক্রান্ত ২৮২টি কল এসেছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজি নিয়ে ৬৬টি, সড়কে চাঁদাবাজির ২৬টি, অজ্ঞানপার্টির ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির আটটি, জাল টাকার চারটি এবং অন্যান্য ইস্যুতে আরও ৫৬টি কল এসেছে জাতীয় জরুরি সেবায়।

আনোয়ার সাত্তার জানান, প্রতিটি ঘটনা পুলিশ ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দিয়েছে। সব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর